fbpx

প্লেব্যাকে মনোযোগী হতে চান অন্বেষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জান্নাতুল ফেরদৌস অন্বেষা তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে পড়ছেন। লেখালেখির চর্চা থেকেই গান লেখায় আগ্রহী হন তিনি। এ যাত্রায় অনুপ্রেরণা হিসেবে রয়েছেন তার স্বামী এ প্রজন্মের সংগীত পরিচালক ও সংগীতশিল্পী শাহরিয়ার রাফাত।

জানা যায় এরই মধ্যে বেশ কিছু গান লিখেছেন অন্বেষা। এসব গানের অধিকাংশই নাটকে ব্যবহার করা হয়েছে।

নাটকে ব্যবহৃত অন্বেষার লেখা গানগুলো হলো— ‘ফলোয়ার’ নাটকে ‘মিছে আলোর মিছে মায়া’, ‘ভুল বুঝো না’ নাটকে ‘তুমি ভুল বুঝো না’, ‘সুখের আয়োজনে’ নাটকে ‘আহারে আহারে’, ‘আই হেইট বেইয়ান’ নাটকে ‘আই হেইট বেইয়ান’, ‘আই হেইট টিচার’ নাটকে ‘ভেবে যায়’, ‘ভালোবেসে কাছে এসো’ নাটকে ‘আর হলো না বলা’, ‘হ্যালো টিচার’ নাটকে ‘অনুভবে’, ‘তোমার চোখে আমার বসত’ নাটকে ‘তোমার চোখে আমার বসত’ শিরোনামের গানের কথা লিখেছেন অন্বেষা।

অন্বেষার লেখা বেশ কিছু গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। তা ছাড়া চলচ্চিত্রের জন্য গান লেখায় মনোযোগী হওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান অন্বেষা।

Advertisement
Share.

Leave A Reply