fbpx

ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফরিদপুরের মাঝকান্দিতে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে অন্তত ১১ জন। তবে, এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি।

রবিবার (২১ মার্চ) সকাল ৭টায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় ও পুলিশ সূত্রের মাধ্যমে।

স্থানীয় কানাইপুর থানার এ এস আই মো. রাসেল জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছলে সেখানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে আরো চারজনের মৃত্যু হয়। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ট্রাকটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান এ এস আই রাসেল।

এদিকে, একই জেলার ভাঙায় প্রাইভেট কার ও মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement
Share.

Leave A Reply