fbpx

ফাইজারের গুরুত্বপূর্ণ নথি হ্যাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিন দিন সক্রিয় হইয়ে উঠেছে সাইবার অপরাধীরা। এবার তাদের নজর পড়ছে করোনার ভ্যাকসিন ফাইজারের গুরুত্বপূর্ণ নথির ওপর। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) থেকে ফাইজার ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ নথি হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি করোনাভাইরাসের দুটি ভ্যাকসিনের অনুমোদন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল। আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। এই ভ্যাকসিন নিয়ে জার্মান আরেক কোম্পানি বায়োএনটেক ফাইজারের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

বায়োএনটেক জানায়, এজেন্সির (ইএমএ) সার্ভারে সংরক্ষিত ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের ‘রেগুলেটরি সাবমিশন’ সংক্রান্ত নথি চুরি হয়েছে। তবে এই তথ্যের ব্যতিরেকে কেউই কিছু খোলাসা করেন নি।

মূলত ইউরোপীয় দেশগুলোতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) মূলত ওষুধ সরবরাহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে।

এই তথ্য চুরির ফলে ভ্যাকসিন নির্মাতা ও জনস্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানকে কান খাড়া রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply