fbpx
BBS_AD_BBSBAN
৪ঠা ডিসেম্বর ২০২২ | ১৯শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

ফাইজার-সিনোফার্মের টিকাদান শুরু ১৯ জুন থেকে: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের সিনোফার্ম ও বেলজিয়ামের তৈরি ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ১৯ জুন থেকে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৪ জুন) মায়ের মৃত্যুতে রাজধানীর মহাখালীতে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে সেখানে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এর আগে, তিনি গত সপ্তাহে এক অনুষ্ঠানে গতকাল ১৩ জুন থেকে ফাইজার এবং সিনোফার্মের টিকা দেওয়া শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপহার হিসেবে চীন মোট ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে বাংলাদেশকে। যার মধ্যে, এ দেশে কর্মরত চীনের কর্মীদের ৩০ হাজার ডোজ দিতে হয়েছে। আর বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেওয়া যাবে এ দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফাইজার-বায়োএনটেক এবং সিনোফার্মের টিকার ক্ষেত্রে। তবে, এখন পর্যন্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে ৪০ বছরের কম বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারেন না।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, শিক্ষার্থীরা কীভাবে নিবন্ধন করবেন তা আইসিটি বিভাগ দেখবে। যেন মেডিকেল শিক্ষার্থীদেরকে জাতীয় সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করানো যায়। এরইমধ্যে বিষয়টি নিয়ে আইসিটি বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে, বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে দেশে ফাইজারের টিকা এসেছে এক লাখ ৬ হাজার ডোজ। কোভ্যাক্স মোট এক কোটি ডোজ টিকা দেবে বাংলাদেশকে। এছাড়া, দেশে শিগগিরই আসবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা।

এদিকে, এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চীনের সিনোফার্মের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply