যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন নিজ দলের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দেশটির সংক্রমক রোগ বিশেষজ্ঞ প্রধান অ্যান্থনি ফাউচিকে চান।
মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান নব নির্বাচিত প্রেসিডেন্ট। একই সঙ্গে ফাউচিকে নিজের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
বাইডেন জানান, বৃহস্পতিবার ড. ফাউচির সঙ্গে তাদের করোনা মোকাবেলার প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। সিএনএনকে তিনি বলেন, ’ফাউচি যে সব দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। সেই সাথে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে কোভিড নিয়ন্ত্রণ দলে যোগ দিতে অনুরোধ করেছি।’

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি : সংগৃহীত
তিনি আরও জানান, ডা. ফাউচি নিরাপদ বললে, জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন তিনি। একই সঙ্গে জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ।
বাইডেন জানান, , দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ১০০ দিনের জন্য মাস্ক পরার অনুরোধ করবেন তিনি।