ব্যান্ড মিউজিকের জগতে পরিচিত নাম ইকবাল আসিফ জুয়েল। তিনি দেশের কালজয়ী ব্যান্ড ‘মাইলস’ এর সদস্য। কিন্তু তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু হয়েছিল ‘লেজেন্ড’ ব্যান্ড দিয়ে। পরবর্তীতে যোগ দেন আরেক জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেইজ’ এ। ১৯৯৯ সাল থেকে ‘মাইলস’ এর সাথে পথচলা শুরু আসিফ জুয়েলের।
ইকবাল আসিফ জুয়েল একক গানও করেছেন আবার একাধিক মিক্সড অ্যালবামেও গান গেয়েছেন। গত দশ বছর একক ক্যারিয়ারে তিনি নীরব ছিলেন। অবশেষে তিনি ফিরছেন প্রায় এক দশক পর নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘নিলানা খবর’। গানটি প্রকাশ করছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

ছবি: সংগৃহীত
ইকবাল আসিফ জুয়েল জানান, প্রায় সাত-আট বছর আগে তিনি এই গানের কথা-সুরসাজিয়েছিলেন। তবে নানা কারণে প্রকাশ করা হয়নি। এ গানের কথা বর্তমান করোনা পরিস্থিতির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই আর বিলম্ব করলেন না। শ্রোতাদের জন্য উপহার দিলেন গানটি।
‘নিলানা খবর’ গানের ভিডিও নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল। ভিডিওতে মূল চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস সানী। এতে তুলে ধরা হয়েছে, মহামারী সংকটের কারণে চাকরি হারানো এক যুবকের চরম দুঃসময়ের চিত্র।
গানের লিংক:
https://www.youtube.com/watch?