fbpx

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফিলিপাইনে ঘূর্নিঝড় ‘রাই’-এর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।

শুধু বোহাল প্রদেশেই অন্তত ৪৯ জন মারা গেছেন। আহত হয়েছে আরও ১৫ জন। এখনও ১০ জন নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় রাই। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ। ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন প্রায় তিন লাখ মানুষ। গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তা আটকে গিয়ে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার পানি সরবরাহের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply