fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

ফের আলোচনায় পরীর হাতের সাইন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবার আলোচনায় পরীমনির হাতের সাইন। ১৫ সেপ্টেম্বর আদালতে হাজিরা শেষে বের হয়ে পরী তার ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান।

এ সময় তার ডান হাতের তালুতে মেহেদী দিয়ে লেখা একটি সাইন সবার নজর কারে। সেই ছবি ও হাতের সাইন নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় নতুন চর্চা। কেউ কেউ বলছেন পরী লিখেছেন, ‘লাভ মি মোর’। কিন্তু পরী জানান সবাই এর ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তিনি জানান, ‌’আমি লিখেছি ‘…ক (গালি) মি মোর’।

বুধবার মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের এই তারকা বলেন, ‌’যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আসো। ওয়েলকাম। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে প্রস্তুত।’

এর আগে ‘ডোন্ট লাভ মি বিচ’ বার্তার ব্যাখ্যায় পরী জানিয়েছিলেন, তার সঙ্গে যারা দুমুখো আচরণ করেছেন, যারা তার সুসময়ের ভাগ নিয়ে দুঃসময়ে পাশে ছিলেন না, তাদের উদ্দেশ্যেই ওই বার্তা দিয়েছিলেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply