fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

ফের বাড়ছে ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ৩১ মে পর্যন্ত ভারতের সাথে স্থলসীমান্ত বন্ধ থাকার কথা থাকলেও করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসায় এই সময়সীমা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের সাথে স্থলসীমান্ত আগামী ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র শনিবার (২৯ মে) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি জানান, ভারতের সাথে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা দেওয়ায় আপাতত সোনামুখী বন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধ রাখা হয়েছে বলে জানান এই সূত্র। তবে, এখন পর্যন্ত মাত্র ৮৮ জন এ বন্দর দিয়ে দেশে ফিরেছেন এবং তাদেরকে কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ভারতের করোনা পরিস্থিতির অবনতির কারণে গত ২৬ এপ্রিল থেকে দেশটির স‌াথে ১৪ দি‌নের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ ক‌রে দেয় বাংলা‌দেশ। ত‌বে সেখানে আটকেপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিল, তা‌দের জন্য বাধ্যতামূলক ১৪ দি‌নের কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সুযোগ দেওয়া হয়।

Advertisement
Share.

Leave A Reply