fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

এস কে সামসুল আলমের ফেসবুক ডটবিডির ওপর আদালতের নিষেধাজ্ঞা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে ফেসবুক ডটকম ডটবিডি ব্যবহারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ফেসবুকের করা মামলার গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী এই আদেশ দেন।

মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ। সে পর্যন্ত ডোমেইন ব্যবহারের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

একইসাথে, নিষেধাজ্ঞা কেন স্থায়ী করা হবে না- বিবাদীদের আগামী ১৫ দিনের মধ্যে সেই ব্যাখ্যা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে এই মামলার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর ঢাকা জেলা জজ আদালতে ট্রেডমার্ক অ্যাক্ট ৯৬ ও ৯৭ ধারায় এবং ফৌজদারি আইনের ১৫১ ধারায় এস কে সামসুল আলমের বিরুদ্ধে ফেসবুক এ মামলা করে।

২০০৮ সালে বিটিসিএল থেকে এস কে সামসুল আলম ফেসবুক ডটকম ডটবিডি ডোমেইনটি বরাদ্দ নেন। এস কে সামসুল আলম এওয়ান সফটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং কল সেন্টার ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

এস কে সামসুল আলমের ফেসবুক ডটবিডির ওপর আদালতের নিষেধাজ্ঞা

ইন্টারনেটে ফেসবুক ডট কম ডট বিডি’র ডোমেইন বিক্রির বিজ্ঞাপন, ছবি : সংগৃহীত

এর আগে, এই ডোমেইন বন্ধ করার জন্য তাকে আইনি নোটিশও পাঠিয়েছিলো ফেসবুক। পরে তিনি ফেসবুক ডটকম ডট বিডি নামের ডোমেইনটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপনও দেন। যার দাম ধরা হয় ৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৫১ কোটি টাকা।

২০১৬ সালের শেষ দিকে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। পরে তারা ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিশও পাঠায়। তবে তা বন্ধ করা হয়নি। পরবর্তীতে ফেসবুক বাধ্য হয়ে মামলা করে।

Advertisement
Share.

Leave A Reply