fbpx

বগুড়ায় বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাত দুইটায় উপজেলার দশমাইল নামক স্থানে নাবিল ও সৃষ্টি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও শেরপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা সৃষ্টি পরিবহনের সাথে সংঘর্ষের ফলেই এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ সময় আহত অন্তত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, বাস দু’টো সংঘর্ষের পর মহাসড়কে পড়ে থাকায় সেখানে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সে সময় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে শেরপুর হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল আবারো স্বাভাবিক হয় বলে জানায় উপজেলার দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম।

বানিউল আলম জানান, বাস দু’টোকে জব্দ করা হয়েছে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement
Share.

Leave A Reply