fbpx

‘বঙ্গবন্ধুকে ভিন্নভাবে আবিষ্কার করছি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের কাজ চলছে পুরোদমে। আলোচিত এ ছবির পরিচালক বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। এ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনয় শিল্পী মাসুদ আখতার। টুঙ্গিপাড়ার মানসিক ভারসাম্যহীন এক মানুষের চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবির চিত্রনাট্য পড়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মাসুদ আখতার। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে ভিন্নভাবে আবিষ্কার করছি। পুরো চিত্রনাট্য পড়ার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের সংগ্রাম আর ক্লাইমেক্স আমাকে ছুঁয়ে গেছে। সপরিবারে তাকে হত্যার ঘটনা চিত্রনাট্যে পড়ে সত্যিই আমি মর্মাহত হয়েছি। চরিত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবনকে তুলে আনতে আমরা তার কাছাকাছি থাকার চেষ্টা করছি।’

এ চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, প্রায় মাসখানেক ধরে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোঁরেগাও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ চলছে।

মাসুদ আখতার বলেন, ‘মুম্বাইয়ে মূলত ইনডোরের দৃশ্যগুলো ধারণ করা হচ্ছে। এগুলো বাংলাদেশে করার খুব ইচ্ছা ছিল, কিন্তু করোনার কারণে আর যাওয়ার হলো না।’

কখনও বাংলাদেশে আসেননি মাসুদ আখতার। তিনি বলেন, ‘সীমান্তের খুব কাছেই গিয়েছিলাম একবার টাকিতে। ওখানে একটি ছবির শুটিং শেষে নদীর ধারে একটি হোটেলে উঠেছিলাম। ভোরে ভাঙলে ব্যালকোনিতে গিয়ে দেখলাম, ওইপার (বাংলাদেশ) থেকে ফজরের আযানের ধ্বনি ভেসে আসছে। একজন বললেন, ‘ওই তো বাংলাদেশ’। আমি বললাম, আলহামদুলিল্লাহ।’

‘বঙ্গবন্ধুকে ভিন্নভাবে আবিষ্কার করছি’শুধু অভিনয় নয় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে ক্যামেরার পেছনেও কাজ করছেন মাসুদ আখতার। যিনি বিখ্যাত ভারতীয় নির্মাতা এম.এস সাথিয়্যু, সত্যজিৎ রায় ও অস্কারজয়ী বৃটিশ নির্মাতা রোনাল্ড জোফ’র সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

মাসুদ আখতার ১৯৭৯ সাল থেকে ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। চার দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘ওম শান্তি ওম’, ‘কাহানি’, ‘রামলীলা’, ‘পিপলি লাইভস’-এর মতো চলচ্চিত্রে। হিন্দির পাশাপাশি টালিগঞ্জের ‘খাদ’, ‘হামি’, ‘কিশোর কুমার জুনিয়র’সহ বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনয় শিল্পী।

 

Advertisement
Share.

Leave A Reply