Advertisement
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের রাষ্ট্রপ্রধানগণ সরাসরি অংশগ্রহণ করবেন।
আজ বুধবার (১০ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ৪ দেশের রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণ। ছবি: সংগৃহীত
জাতীয় প্যারেড গ্রাউন্ডে এবার বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এক একটি অনুষ্ঠানে সর্বোচ্চ ৫শ’ জন অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ অনুষ্ঠানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Advertisement