fbpx

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহত দুই, সড়কে যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক্টরের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।

রবিবার ভোররাতে সেতুর ১৯ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতেরা হলেন— নীলফামারির ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম (৩৫) এবং একই এলাকার মজনু (৩৩)।

সংঘর্ষের পর ট্রাকটরটিতে আগুন লেগে যায়। এতে সেতুর উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। সেতুর দুই পাশেই যানযট তৈরি হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম-টিসিআর সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

Advertisement
Share.

Leave A Reply