fbpx

 বছরে ১০ হাজার মার্কিন ডলার বিদেশে পাঠাতে পারবে ই-ক্যাব সদস্যরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনুমোদন ছাড়াই ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য প্রতিষ্ঠানগুলো বছরে ১০ হাজার মার্কিন ডলার বিদেশে পাঠাতে পারবে।

রবিবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘এখন থেকে বাৎসরিক কোটা সীমার মধ্য থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মনোনীত কর্মকর্তার নামে দুই হাজার মার্কিন ডলারের আন্তর্জাতিক ক্রেডিট ও প্রিপেইড কার্ড ইস্যু করা যাবে। তবে কার্ডের মাধ্যমে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার আওতায় বিদেশে প্রেরিত অর্থের পরিমাণ ১০ হাজার মার্কিন ডলারের বেশি হতে পারবে না। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা লেনদেন বিধিবিধান, করাদি/ভ্যাট কর্তন ও জমা, ই-ক্যাবের সুপারিশসহ বিষয়গুলো পরিপালন করবে।’

এ প্রসঙ্গে খাত সংশ্লিষ্টরা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ই-কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র বৈদেশিক ব্যয় বিদেশে পাঠানো যাবে। ফলে সংশ্লিষ্ট ব্যয় বাইরের দেশে পাঠাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।

এ উদ্যোগকে বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। রেমিটেন্স সুবিধার ফলে ই-কমার্সের ব্যবসায়িক কার্যক্রম সহজ হবে বলেও মনে করেন তারা।

Advertisement
Share.

Leave A Reply