fbpx

বদলি চাহালের ঝিলিক!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুক্রবার অস্ট্রেলিয়া-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টির মাঝপথে মিচেল স্টার্কের বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে রবীন্দ্র জাদেজার হেলমেটে। আঘাতের পরেও চালিয়ে গেছেন ব্যাটিং, করেছেন ২৩ বলে ৪৪ রান।  তবে ইনিংস বিরতির সময় তার বদলি হিসেবে নামানো হয় চাহালকে।

এই ম্যাচের ‘কনকাশন’ ইস্যু নিয়ে হয়েছে বিতর্ক। তবে শুক্রবারের ওই আঘাতের পর পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন জাদেজা। এই অলরাউন্ডারের বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে।

ভারতের জয়ের দিনে জাদেজার বদলি হিসেবে নামা চাহাল ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। রোববার সিডনিতে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

Advertisement
Share.

Leave A Reply