fbpx

বদলে নিন পুরনো আইফোন!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের বাজারে অ্যাপলের আইফোন ১২ এবং ১২ প্রো নিয়ে এসেছে এক্সিকিউটিভ মেশিনস। আইফোনের পুরনো গ্রাহকদের জন্য ‘অদল বদল’ অফার ঘোষণা দিয়েছে এই স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক বিবৃতিতে আইফোন ১২ এবং ১২ প্রো আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এক্সিকিউটিভ মেশিনসের পরিচালন বিভাগের পরিচালক আবদুল মতিন।

এই অফারের আওতায় পুরনো আইফোন জমা দিয়ে আইফোন ১২ এবং ১২ প্রো কিনতে বিশেষ ছাড় পাওয়া যাবে। এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে আইফোনের ক্ষেত্রে।

ধরণ: দুটি ফোনের পর্দা ৬.১ ইঞ্চি এবং ২৫৩২ গুন ১১৭০ পিক্সেলের ক্যামেরা রেজল্যুশনে ৪৬০ পিপিআই মাত্রায় ছবি তুলবে পণ্য দুটি। আইফোন ১২ প্রোতে তারহীন চার্জ দেওয়ার সুবিধা আছে।

দরদাম : আইফোন ১২ এর ৬৪ গিগাবাইট মেমোরির মূল্য এক লাখ ১৭ হাজার ৯৯৯ টাকা। ১২৮ জিবি মেমোরির ফোনের দাম এক লাখ ২৪ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইটের আইফোন ১২ পাওয়া যাবে এক লাখ ৩৬ হাজার ৯৯৯ টাকায়। এ ছাড়া ১২৮ জিবি মেমোরির আইফোন ১২ প্রোর মূল্য এক লাখ ৪৬ হাজার ৯৯৯ টাকা।

Advertisement
Share.

Leave A Reply