fbpx

বনানীতে শাহিন আলমের দাফন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলে গেলেন চিত্রনায়ক শাহিন আলম। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টা ৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

শাহিন আলমের মরদেহ পুরান ঢাকার একটি হাসপাতাল থেকে গুলশান নিকেতনের বাসায় নেওয়া হয়। এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে ফাহিম নুর।

জানা যায়, গত মাসের শেষের দিকে এ অভিনেতা শরীরে জ্বর ও হালকা ব্যথা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ফাহিম আরও জানান, তাঁর বাবার কিডনিতে আগে থেকে জটিল সমস্যা ছিল। সে জন্য নিয়মিত তাঁকে ডায়ালাইসিস করানো হতো। সম্প্রতি একটি হাসপাতালে ডায়ালাইসিস করানোর জন্য ভর্তি করানো হয়। সেখানেই মারা যান এই অভিনেতা।

মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান অভিনেতা ওমর সানি।

Advertisement
Share.

Leave A Reply