fbpx

বরযাত্রীর ট্রলার ডুবে কনেসহ ৬ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে বরযাত্রীসহ ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নববধূসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে হাতিয়ার কেয়ারিংচর থেকে বর-কনেসহ ৮০-৮৫ জন আরোহী নিয়ে ডালচর যাওয়ার পথে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে হাতিয়ার কেয়ারিংচর থেকে বর ও কনেসহ ৮০-৮৫ জন বরযাত্রী ভোলার ডালচর যাচ্ছিল। পথে হাতিয়া চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা নদীতে সাঁতরে বাঁচার চেষ্টা করেন। ট্রলারটি স্রোতের টানে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার টাংকির ঘাট এলাকায় ভিড়ে। পরে স্থানীয়রা ওই ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে নববধূ, তিন শিশু ও দুইজন নারী রয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply