fbpx

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বজুড়েই বাড়ছে বলিউড সিনেমার কদর। সেই সাথে বাড়ছে বলিউড নায়কদের পারিশ্রমিকও। একটি সিনেমার জন্য একজন সুপারস্টার কত টাকা নেন? ভক্তদের কাছে বড় আগ্রহের জায়গা যেন এটিও।

সাধারণত সিনেমা প্রতি তারকাদের পারিশ্রমিক নির্ধারিত হয়। সেক্ষেত্রে তাদের জনপ্রিয়তা, ব্রান্ড ভ্যালু ও দক্ষতার ওপর ভিত্তি করেই গুনতে হয় অর্থ।

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

অমিতাভ বচ্চন। ছবি সংগৃহীত

ভারতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। ৫০ বছরের ফিল্মি ক্যারিয়ারে অভিনয় করেছেন দেড়শ’রও বেশি সিনেমায়। গুণী এই অভিনেতা সিনেমা প্রতি পারিশ্রমিক নেন ২০ থেকে ২৫ কোটি রুপি।

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

শাহরুখ খান। বলিউডে কিং খান নামেই পরিচিত বাদশা খ্যাত এই তারকা। অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে, জয় করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়। ‘চাকদে ইন্ডিয়া’ থেকে ‘মাই নেইম ইজ খান’ কিংবা ‘কুচ কুচ হোতাহে’….সব চরিত্রেই তিনি অনন্য। শাহরুখ তার প্রতিটি সিনেমার জন্য গড়ে ৪০ থেকে ৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন।

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের আসল ‘বিগ বস’ সালমান খান। তার সিনেমা মানেই কোটি টাকার খেলা। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা সিনেমা প্রতি ৬০ থেকে ৬৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

আমির খান। ছবি: সংগৃহীত

শিশু শিল্পী হিসেবেই অভিনয় শুরু করেছিলেন আমির খান। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমা দিয়ে নায়ক হিসেবে অভিষেক। লগন, পিকে, থ্রি ইডিয়ট সব চরিত্রেই দেখিয়েছেন নিখুঁত অভিনয়। নাম কুড়িয়েছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে। একটি সিনেমার জন্য আমির বাগিয়ে নেন ৪৫ থেকে ৫০ কোটি রুপি।

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

হৃত্বিক রোশন। ছবি: সংগৃহীত

ফিটনেস সচেতন তারকা হৃত্বিক রোশন। ভারতের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা তার প্রতিটি সিনেমার জন্য নিয়ে থাকেন ৩০ থেকে ৪০ কোটি রুপি। তবে শোনা যায়, ‘মহেঞ্জোদারো’ সিনেমার জন্য নাকি তিনি ৫০ কোটি রুপি ঘরে তুলেছিলেন।

বলিউডের নায়করা কে কত পারিশ্রমিক নেন?

অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত

অক্ষয় কুমার। বয়স ছুঁয়েছে ৫৩। এখনও নায়ক হিসেবে তার দাপট কমেনি একটুও, বরং দিন দিন জনপ্রিয়তা যেন বাড়ছেই। অক্ষয়ের সিনেমা মানেই মজা আর মারপিটে ভরপুর। পারিশ্রমিকেও চড়া দর এই তারকার। প্রতিটি সিনেমার জন্য নেন ৪৫ থেকে ৫০ কোটি রুপি।

Advertisement
Share.

Leave A Reply