fbpx

বলিউডে কারিনাকে বয়কটের ডাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিছুদিন পর বড় পর্দায় আসতে চলছে ‘রামায়ণ’। এই সিনেমায় সীতা চরত্রে অভিনয়ের জন্য কারিনা কাপুরকে প্রস্থাব দেওয়া হয়েছিল। কারিনা ১২ কোটি টাকা পারশ্রমিক  চেয়েছিলেন। আর এই খবর সংবাদমধ্যমে প্রকাশ হতেই কারিনার উপর অনেকেই চটে যান।

এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছেন অনেকেই। কেউ আবার বলছেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন করিনা।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীর প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে ‘#বয়কট কারিনাখান’ ট্রেন্ড শুরু হয়েছে। কারিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে স্বামী সইফ আলি খানের প্রসঙ্গও।

অনেকের বক্তব্য, ‘তাণ্ডব’ এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন সাইফ। এবার সেই পথে হাঁটছেন কারিনাও।

একজন নেটাগরিক লিখেছেন, ‘যে অভিনেত্রী হিন্দু দেবদেবীদের সম্মান করতে পারেন না, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে পারেন না।’

অন্য জনের কটূক্তি, ‘ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতার চরিত্রে মেনে নেব না, যার হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই। বলিউডের মাফিয়ারা হিন্দু ধর্মকে খারাপভাবে দেখাচ্ছে। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন, তাদের বয়কট করা উচিত।’

তবে যে যাই বলুক, কারিনা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement
Share.

Leave A Reply