fbpx

বসুরহাটে বিপুল ভোটে জয়ী আলোচিত কাদের মির্জা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হলেন তিনি।

১৬ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন চৌধুরীর চেয়ে ছয়গুণ বেশি ভোট পেয়ে জয়লাভ করেন কাদের মির্জা।

আওয়ামী লীগ প্রার্থী কাদের মির্জার বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির কামাল উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। অন্যদিকে মেয়র পদের আরেক প্রার্থী জামায়াতে ইসলামীর মুহাম্মদ মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ২১ হাজার ১১০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪ হাজার ৭ জন। ভোটার অনুযায়ী ভোট প্রয়োগের হার ৬৬ শতাংশ।

এদিকে, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছেন বসুরহাট ভোটাররা, ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের কাছে এমনটাই মন্তব্য করেছেন আবদুল কাদের মির্জা।

Advertisement
Share.

Leave A Reply