fbpx

বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে সব রকম ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন থেকে এই খবর নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রে প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকির এক বৈঠক হয়। এর পরই এমন সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তান।

বিবৃতিতি জানানো হয় দুই দেশেই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগীতায় সম্মত হয়েছে।

সংবাদ সংস্থা এনাদোলুকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকি জানান, বাংলাদেশের পক্ষ থেকেও এমন ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছে ইসলামাবাদ।

তিনি বলেন, ‘পাকিস্তানি নাগরিকদের উপর বাংলাদেশের নিষেধাজ্ঞাগুলি এখনও বলবৎ রয়েছে। তবে আমি প্রতিমন্ত্রীকে জানিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।‘

১৯৭১ সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে এখনো দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরে আসেনি।

Advertisement
Share.

Leave A Reply