বাংলাদেশের দর্শককে ধন্যবাদ দিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দেব।
তিনি বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনি পরিচালিত ‘কমান্ডো’ চলচ্চিত্রে একজন গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির টিজার প্রকাশ হয় ২৫ ডিসেম্বর রাতে। নিজের ফেসবুক পেজে ছবিটির টিজার শেয়ার দিয়ে দেব এই ধন্যবাদ জানান।
তিনি লিখেন, ’অবশেষে অপেক্ষার অবসান, আপনাদের জন্য রইল আমার বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডোর টিজার। আমার পাশে থাকার জন্য বাংলাদেশের সকল দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আশা রাখি আপনাদের এই সিনেমাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।’
২৬ ডিসেম্বর আরেকটি ফেসবুক পোস্টে দেব জানান, কমান্ডোর টিজার এখন ইউটিউবের ট্রেন্ডিং পজিশনে ৩ নম্বর আছে।
শাপলা মিডিয়া প্রযোজিত ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করবেন মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।
ছবিটির নির্মাতা বিবিএসবাংলাকে জানান, ২৬ জানুয়ারি থেকে বাংলাদেশে ছবটির বাকী অংশের শুটিং শুরু হবে।