fbpx

বাংলাদেশের সিনেমায় প্লেব্যাক করবেন নোবেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সরকারী অনুদানে নির্মিত ‘মুখোশ’ সিনেমার গানে কণ্ঠ দিতে চলেছেন বহুল চর্চিত গায়ক নোবেল। ভারতের ‘সা রে গা মা পা’ প্রোগ্রাম থেকে তিনি রাতারাতি তাককাখ্যাতি পান। কিন্তু, বিতর্ক আর নোবেল যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে, সব বিতর্ক পেছনে ফেলে তিনি এগিয়ে যাচ্ছেন নিজের লক্ষ্যে। এরই ধারাবাহিকতায় এবার তিনি বাংলাদেশের একটি সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন।

জানা গেছে, ‘মুখোশ’ সিনেমার ‘টাইটেল সং’ গাইবেন নোবেল। গানের কথা লিখেছেন আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন আহম্মেদ হুমায়ূন।

এর আগে কলকাতার সিনেমার জন্য কণ্ঠ দিলেও এই প্রথম বাংলাদেশি সিনেমায় প্লেব্যাক করবেন নোবেল। তিনি গত বছর   মুক্তি পাওয়া সৃজিত মুখার্জি পরিচালিত ‘ভিঞ্চি দা’ সিনেমার জন্য কণ্ঠ দিয়েছিলেন অনুপম রায়ের সুর ও সংগীতে।

কিছুদিন আগে স্বনামধন্য প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে প্রকাশ হয়েছিলো তাঁর নতুন মৌলিক গান ‘অভিনয়’। সেখানে খুব একটা সাড়া পাননি তিনি।

Advertisement
Share.

Leave A Reply