fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

বাংলাদেশে জওয়ানের আয়ের রেকর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জওয়ানের রেকর্ড যেনো থামছেই না। মুক্তির পর থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’।

৭ সেপ্টেম্বর অ্যাটলি কুমার পরিচালিত বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমাটি এই ক’দিনেই আয় ছুঁয়েছে হাজার কোটির ওপরে। এমনকি বাংলাদেশেও আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

ইতোমধ্যেই দেশ থেকে এটি প্রায় ১ মিলিয়ন ডলার ব্যবসা করে নিয়েছে । যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা। ফলে ঢাকায় মুক্তি পাওয়া এটিই একমাত্র বলিউড ব্লকবাস্টার, যা এই অংক ছুঁয়েছে।

বিষয়টি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ভারতের দক্ষিণী সিনেমার বাণিজ্য বিশ্লেষক রমেশ বালাও। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক্সে তিনি জানান, প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ মিলিয়ন ডলারের রেকর্ড করতে যাচ্ছে শাহরুখের এই সিনেমা।

ভারতের সংবাদমাধ্যম বিজনেস টাইমস জানিয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৬৭৩.৭৫ কোটি রুপি। আর গ্লোবাল বক্স অফিসে মাত্র ১৯ দিনে আয় ১০০০ কোটি ছাড়িয়ে। যেখানে এই অঙ্ক ছুঁতে ‘পাঠান’র সময় লেগেছিল ২৭ দিন।
‘শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় আরও রয়েছেন নয়নতারা, দীপিকা পাড়ুকন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে সঞ্জয় দত্ত।

Advertisement
Share.

Leave A Reply