fbpx

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১০ জানুয়ারি বাংলাদেশে আসছে উইন্ডিজ ক্রিকেট দল। এই সফরে তারা ৩টি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে। সফরে ক্যারিবিয়রা খেলবে না কোনো টি-টোয়েন্টি ম্যাচ। সূচি থেকে ছেঁটে ফেলা হয়েছে একটি টেস্ট ম্যাচও। আগের সূচি অনুযায়ী এই সিরিজে ক্যারিবিয়দের খেলার কথা ছিল তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি।

এই সিরিজ দিয়েই করোনা শুরুর মার্চের পর বাংলাদেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। খেলা হবে মিরপুর স্টেডিয়ামে। তার পরের ম্যাচটা ২২ জানুয়ারি। এর আগে ক্যারিবিয়রা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।

চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি, আর মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ৭ ফেব্রুয়ারি থেকে। ঢাকায় আসার পর সাত দিন কোয়ারেন্টাইনে থাকবে উইন্ডিজ ক্রিকেট দল।

Advertisement
Share.

Leave A Reply