fbpx

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক আজ, বাণিজ্যসুবিধা চাইবে বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। বৈঠকে মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে।

রবিবার (২১ এপ্রিল) বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ ওয়াশিংটন এবং ঢাকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

তিন দিনের সফরে এরই মধ্যে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। কূটনৈতিক সূত্রের দাবি, বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও চলমান জটিলতা নিরসনে প্রতিনিধি দল আলোচনা করবে। ওয়াশিংটন শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনের মতো বিষয়ে জোর দেবে। বিপরীতে বাংলাদেশ এসব ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে বাণিজ্য সুবিধা চাইবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply