fbpx

নিয়ন্ত্রণে এসেছে বাংলামোটরে আরকে টাওয়ারের আগুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা খবরটি নিশ্চিত করেছেন।

নিয়ন্ত্রণে এসেছে বাংলামোটরে আরকে টাওয়ারের আগুন

ছবি: সংগৃহীত

আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে ১০ তলা ভবনের ছয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায়। দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে দুইটার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়।

নিয়ন্ত্রণে এসেছে বাংলামোটরে আরকে টাওয়ারের আগুন

ছবি: সংগৃহীত

তবে, আগুন লাগার কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

জানা গেছে, ছয় তলা ভবনটির নিচ তলা ও তৃতীয় তলায় সিরামিকের দোকান রয়েছে। এছাড়া, পাঁচ তলায় ইন্টেরিয়র ডিজাইনের কিছু প্রতিষ্ঠান এবং ছয়তলায় শিশুদের কিছু খেলনার গুদাম আছে বলেও জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply