fbpx

‘বাইডেনের অভিষেকে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা বাড়বে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শপথ নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীর দিনগুলোতে কেমন যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক? এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আমেরিকান চেম্বার ইন বাংলাদেশ (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ

গণমাধ্যমকে তিনি বলেছেন, বাইডেন প্রশাসন আসার ফলে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সহযোগিতা হবে বলে আশা করি। ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের সঙ্গে বেশি সম্পৃক্ত থাকে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে বাংলাদেশের সঙ্গে টিকফা সই হয়েছিল। বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকাকালে বাংলাদেশ সফরে এসেছিলেন। এসব দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালোই হবে বলে আশা করি।

সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের আগের সরকারের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে। বৈদেশিক নীতিতে বড়ো পরিবর্তন হয় না। আমাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরও প্রতিযোগিতায় টিকে আছে। এটা আমাদের জন্য একটা সুবিধা। এখন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল আছে। এই সুযোগ আমরা নিতে পারি। বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতি ভালোভাবে করতে পারলে বাইডেনের আমলে সুবিধা পেতে পারি।

Advertisement
Share.

Leave A Reply