fbpx

বাইডেন-পুতিন বৈঠক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে সুইজারল্যান্ডে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউস এই তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, আগামী ১৬ জুন জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের চলমান পানাপোড়েন কাটাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু দুই নেতার আলোচনায় প্রাধান্য পাবে বলেও জানান তিনি।

রাশিয়ার পক্ষ থেকেও বৈঠকের কথা নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও বাইডেন কৌশলগত স্থিতিশীলতার ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন। আলোচনায় থাকবে করোনা মহামরির বিষয়ও।

এর আগে ২০১৭ সাথে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে দুই দেশের মধ্যে অনেকটাই বৈরি সম্পর্ক তেরি হয়। দুই প্রেসিডেন্টের বৈঠকে বরফ গলার বাতাস বইছে বলেই ধারণা করছে রাজনৈতিক মহল।

Advertisement
Share.

Leave A Reply