fbpx

বাইদুর দুই অ্যাপ মুছে ফেলল গুগল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্লে স্টোর থেকে বাইদুর দুটি অ্যাপ মুছে ফেলেছে গুগল।

মার্কিন সাইবার সিকিউরিটি ফার্ম পালো আল্টো নেটওয়ার্কের কাছ থেকে পাওয়া এক প্রতিবেদনের ভিত্তিতেই বাইদু ম্যাপস ও বাইদু সার্চ বক্স গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ করা হয়।

উভয় অ্যাপেই ডেটা কালেকশনের কোড রয়েছে- এই অভিযোগ করে মার্কিনী ওই প্রতিষ্ঠানটি।

এই কোডটি বাইদু পুশ এসডিকে – এই অপশনে পাওয়া যাবে। এই অপশনটি দুটি অ্যাপেই রিয়েলটাইম নোটিফিকেশন দেখানোর কাজ করে। কোডটির মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের মডেল, এমএসি অ্যাড্রেস, ক্যারিয়ার ইনফরমেশন ও আইএমএসআই নম্বর সংরক্ষণ করা হয়।

তবে ডেটা কালকশনের এই অভিযোগকে নাকজ করে দিয়ে বাইদুর মুখপাত্র বলেন, ডেটা নেওয়ার কারণে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ দুটি সরানো হয়নি। কারণ ব্যবহারকারীদের কাছে এ বিষয়ে অনুমতি নেওয়া হয়।

এদিকে গুগলের চাহিদা মাফিক কিছু বিষয়ে পরিবর্তন আনায় প্লে স্টোরে ফিরে এসেছে বাইদু সার্চ বক্স। বাইদু ম্যাপও তাদের কিছু পরিবর্তন আনলে সেটিও তাড়াতাড়ি প্লে স্টোরে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপ দুটি মুছে ফেলার আগে সম্মিলিতভাবে এর ডাউনলোড সংখ্যা ছিল ৬০ লাখ।

Advertisement
Share.

Leave A Reply