fbpx

বাক যুদ্ধে বাইডেন-পুতিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক ‘তলানিতে গিয়ে ঠেকেছে’ বলে মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সম্পর্ক উন্নয়নে উভয় দেশকেই মনোযোগী হওয়া উচিত মনে করেন তিনি। শুক্রবার মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন রুশ প্রেসিডেন্ট।

এসময় ভ্লাদিমির পুতিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, ‘আমি বিশ্বাস করি ট্রাম্প একজন অসাধারণ এবং প্রতিভাবান ব্যক্তি। না হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারতেন না।’

আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক করার কথা রয়েছে।

তার আগেই একে অপরকে উদ্দেশ্য করে বাক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ক্ষমতাধর দুই দেশের নেতা।

এর আগে গেল বুধবার ইউরোপ সফরে যাওয়ার আগে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছিলেন, রাশিয়া যদি ক্ষতিকর কোন কাজে যুক্ত হয় তাহলে তাদের ‘কঠোর পরিণতির’ মুখোমুখি হতে হবে।

মূলত শুক্রবার এনবিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে তারই জাবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Advertisement
Share.

Leave A Reply