fbpx

বাচ্চাদের অনলাইনে ক্লাস, বিরক্তি কাটাতে কী করণীয়?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারীর জন্য গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাচ্চাদের ক্লাস হচ্ছে অনলাইনে। লেখাপড়া চলছে বাড়িতেই। সারা দিনের যা যা কাজ, সবই প্রায় চার দেওয়ালের মধ্যেই হয়ে যাচ্ছে। একঘেয়েমি আসছে তার জেরে। প্রভাব পড়ছে তাদের মনের উপরে। লেখাপড়ায় মন বসে না। বন্ধুদের দেখলে অনেক সময়ে সুবিধা হয়। কিন্তু এখন সে উপায়ও নেই।

এমন অবস্থায় সন্তানের যত্ন নেবেন কী ভাবে? কী করণীয় আপনার?

১। গত দেড় বছরে জীবনের অনেককিছুই পাল্টে গিয়েছে। বাচ্চাকে একটি নিয়মে আনতে চেষ্টা করুন। গোটা দিনটা নিয়মের ভেতর থাকলে মনও বসবে কাজে। সময়মত লেখাপড়া থেকে খাওয়া, সবই হবে।

২। শিশুর ক্লাস এবং লেখাপড়ার জন্য একটা আলাদা কোণ বের করুন। পড়ার সময়ে যেন সংসারের  আর কোনও কথাই তাদের কানে বিশেষ না পৌঁছায়। ছোট বাড়িতে এ কাজ কঠিন। কিন্তু অসম্ভব নয়।

৩।ক্লাসের বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলুন। তাদের সঙ্গে আলোচনা হলে লেখাপড়ার ইচ্ছা কিছুটা হলেও বাড়বে। তা ছাড়া, একাকিত্বের সমস্যাও খানিক দূর হবে।

৪। এক সময়ে নানা কাজে ঝোঁকার প্রবণতা আটকাতে হবে। পড়ার সময়ে পড়া। এ কথা মাথায় রেখে চলতে হবে। বাদবাকি কাজ হবে অন্য সময়ে। তা হলে মন বসাতে সুবিধা হবে।

Advertisement
Share.

Leave A Reply