fbpx

 বাজারে এলো শাওমির নতুন ট্যাবলেড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশে নতুন ট্যাবলেট প্যাড ৫ উন্মোচন করলো চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ডিভাইসটি বাংলাদেশে বিক্রি শুরুর কথা জানিয়েছে শাওমি বাংলাদেশ।

দেশের সব অথরাইজড শাওমি স্টোরে দুটি রঙ- কসমিক গ্রে এবং পিয়ারেল হোয়াইট ভ্যারিয়েন্টে শাওমি প্যাড ৫ পাওয়া যাচ্ছে। ট্যাবলেটটির মূল্য (৬+১২৮ জিবি) ৩০ হাজার ৯৯৯ টাকা এবং (৬+২৫৬) জিবি ৩৩ হাজার ৯৯৯ টাকা ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিভাইসটি অফিস বা ক্লাসরুমের কর্মদক্ষতা বাড়াতে সহায়ক। এতে থাকা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর, ১১ ইঞ্চির ডব্লিউকিউএইচডি প্লাস ১২০ হার্জ ডিসপ্লে ফিচার ছবির বিষয়বস্তুকে ‘প্রাণবন্ত করে তুলতে সক্ষম’।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমি প্যাড ৫ অল ইন-ওয়ান ট্যাবলেটটি বাড়িতে বা অফিসে যেখানেই থাকুন না কেন, কর্মক্ষেত্র ও বিনোদনের ডিভাইস হিসেবে আপনাকে দেবে নতুন অভিজ্ঞতা। ডিভাইসটির নিত্যনতুন ফিচারগুলো সবসময় আপনার কাজের জন্য সহায়ক হবে।”

Advertisement
Share.

Leave A Reply