fbpx

বাবার শেষকৃত্যে সানগ্লাস পরে বিতর্কিত আয়ুষ্মান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তারকাদের কতই না সতর্ক থাকতে হয়। সাধারণ মানুষ যা করতে পারে সেটাই যেন তারকাদের ক্ষেত্রে নিষিদ্ধ। খুব সাধারণ এক বিষয় নিয়েই সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

সদ্য পিতৃহারা হয়েছেন আয়ুষ্মান। চণ্ডীগড়ে বাবার শেষকৃত্য করতে দেখা যায় আয়ুষ্মানকে। সঙ্গে ছিলেন ভাই অপারশক্তি খুরানাও। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তারপরই বাঁধে বিপত্তি।

শববাহী গাড়ি থেকে বাবার মরদেহ কাঁধে করে নামানোর এক ভিডিওকে ঘিরে ব্যাপক চর্চা সেই থেকে। আয়ুষ্মানের চোখে রোদচশমা। তা দেখে কটাক্ষের বান ধেয়ে আসছে এই অভিনেতার দিকে।

ভিডিওর নিচে অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘সানগ্লাস পরে বাবার শেষকৃত্য?’ কেউ মন্তব্য করেছেন, ‘সানগ্লাস খুলে শোকপ্রকাশ করুন। শ্মশানযাত্রায় এটা মানায় না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এই চশমাটা পরা খুব জরুরি ছিল?’

কেউ কেউ আবার অভিনেতার পক্ষ নিয়েই কথা বললেন। তাদের বক্তব্য, ‘চশমা পরা অপরাধ নাকি?’ কেউ লিখেছেন, ‘খুব রোদ নিশ্চয়ই। এ ভাবে বলছেন কেন?’

 

 

Advertisement
Share.

Leave A Reply