fbpx

বারুণীর শরৎ মেলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৬ এবং ১৭ সেপ্টেম্বর ধানমন্ডির ২৭ নম্বরের মাইডাস সেন্টারে শরৎ মেলার আয়োজন করেছে বারুণী। সেখানে থাকছে ২৮ টি দেশীও পণ্যের স্টল এবং ৪ টি খাবার স্টল।

মেলায় এবার থাকছে টিপের স্টল, জামদানী শাড়ির স্টল, জামদানির কাজ করা জুতার স্টল,মাটির এবং কাঠের গয়নার স্টল, মনিপুরি শাড়িসহ বিভিন্ন দেশীয় শাড়ির স্টল। মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা অবদি।

বারুণীর পথচলা শুরু হয় ২০১৯ সালে। বারুণী একটি দেশীও পণ্যের মেলা। বারুণী শব্দের অর্থ হিমালয়ের কণ্যা। মেলায় অংশগ্রহণকারী বেশীরভাগ উদ্যেক্তাগণই নারী। তাদের সৃজনশীল কাজের সফলতা যেন পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে তার জন্যই আমাদের এই মেলার আয়োজন। তবে কিছু পুরুষ উদ্যেক্তাও অংশ নেন।

বারুণীতে অনলাইনভিত্তিক দেশীও পণ্যের পেইজগুলোই বেশির ভাগ অংশ নিয়ে থাকে। বারুণী দেশীও পণ্যের উদ্যেক্তাদের কৃত সৃষ্টি প্রদর্শন, দেশীও পণ্য ছুঁয়ে দেখে কেনার জন্য বিভিন্ন উৎসব কে ঘিরে মেলার আসর বসায়।

Advertisement
Share.

Leave A Reply