fbpx

বাসায় ফিরেছেন আফসানা মিমি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অভিনেত্রী আফসানা মিমি করোনা নেগেটিভ হয়ে বাসায় ফিরলেন। গত মাসে করোনায় আক্রান্ত হয়ে বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। সেই সময় নিজের চেয়েও বয়স্ক বাবার জন্য বেশি চিন্তিত ছিলেন তিনি। পরবর্তীতে, শারীরিক জটিলতা দেখা দিলে পরিবারের সবার কথা ভেবে রিপোর্ট পাওয়ার ছয় দিন পরে হাসপাতালে ভর্তি হন মিমি।

হাসপাতালে ভর্তি হওয়ার ১৭ দিনের মাথায় আফসানা মিমি করোনা নেগেটিভ রিপোর্ট পান। তারপরও চিকিৎসকদের পরামর্শে দুই দিন হাসপাতালে ছিলেন। সম্প্রতি তিনি বাসায় ফিরেছেন। এখন আগের চেয়ে ভালো আছেন। আপাতত বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এখনও কিছুটা দুর্বলতা আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

হালকা কাশি এবং জ্বর বোধ করায় গত ২৪ মার্চ তিনি করোনার নমুনা পরীক্ষা করান। ২৫ মার্চ জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

মঞ্চ নাটক দিয়ে আফসানা মিমির অভিনয়ে হাতেখড়ি হয়েছিল। ১৯৮৬ সালে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে প্রথম মঞ্চে ওঠেন এই গুণী অভিনেত্রী। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল-মামুনের ‘জিরো পয়েন্ট’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে আফসানা মিমির।

Advertisement
Share.

Leave A Reply