fbpx

বাড়ছে করোনা রোগীর সংখ্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫১৫ জনের।

১২ই মার্চ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১৬ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে করোনা পজেটিভ আসে ১ হাজার ৬৬ জন রোগীর নমুনায়। গত তিনদিন ধরে শনাক্ত থাকছে ১ হাজারের বেশি সংখ্যায়। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে একদিনে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ২৫২জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে ধরা পড়ে ২০২০ সালের ৮ই মার্চ। করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ।

 

Advertisement
Share.

Leave A Reply