fbpx

বাড়ছে তাপমাত্রা, আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৈশাখ আসার আগেই বাড়তে শুরু করেছে দেশের তাপমাত্রা। দেশের ৭০ শতাংশ এলাকায় চলছে তীব্র দাবাদাহ।  তিন দিন আগে দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা বেশি ছিল। তবে আস্তে আস্তে তা সারাদেশে ছড়িয়ে যেতে শুরু করেছে।

সে হিসেবে মঙ্গলবার (২৩ মার্চ) চলতি বছরের সবচেয়ে উত্তপ্ত দিন পার করেছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে—৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দাবদাহ আরও দু–এক দিন চলতে পারে। এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দু’দিন পরে তাপ কমবে এবং মাস শেষে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৫ মার্চ পর্যন্ত এই মৃদু তাপপ্রবাহ থাকবে। ২৬ তারিখ থেকে তাপ কমতে থাকবে এবং মাসের শেষে ঢাকা, ঢাকার দক্ষিণ–পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও অধিদপ্তর থেকে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply