দেশে বইছে উত্তুরে হাওয়া। দিন-রাতের তাপমাত্রার ব্যবধান কমছে। শেষ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে শীতের আমেজ শুরু হয়ে গেছে।
সোমবার (১৩ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজারহাট, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রংপুর, শ্রীমঙ্গল, নেত্রকোণা, ঈশ্বরদী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
আবহাওয়াবিদরা জানান, চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে তেঁতুলিয়ায়। উত্তর পশ্চিম অথবা উত্তর দিক থেকে বইছে হাওয়া। উত্তর জনপদে মৃদু শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস থেকে জানা গেছে, ডিসেম্বরের শেষ দিকে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দু’টি মৃদু কিংবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।