fbpx

বায়ো-বাবল ভেঙ্গেছে মোহামেডান; চটেছে সিসিডিএম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বায়ো-বাবল নিয়ম ভেঙ্গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত শুক্রবার (৪ জুন) তাদের প্র্যাকটিস সেশনে বায়ো-বাবলের নিয়ম ভাঙ্গার অভিযোগ ওঠে। সিসিডিএম জানিয়েছে ব্যাপারটা তারা খতিয়ে দেখছে, চলছে তদন্ত।

করোনার কারণে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করা হচ্ছে টি-টুয়েন্টি ফরম্যাটে। থাকছে জৈব-সুরক্ষা বলয়ের কড়াকড়ি। তবুও শুক্রবার মোহামেডানের অনুশীলনে নেট বোলার দেখা যায়, যারা ছিলেন না বায়ো-বাবলে। এতেই চটেছে সিসিডিএম। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছেন, ব্যাপারটা তারা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

সিসিডিএম চেয়ারম্যান বলেন, ‘এই ঘটনা জানতে পেরে আমরা অত্যন্ত হতাশ। সিসিডিএম এবং বিসিবি গুরুত্বের সাথে দেখছে ব্যাপারটা। খেলোয়াড়দের সুস্বাস্থ্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রচুর অর্থ ব্যয় করছি খেলোয়াড়দের সর্বোচ্চ মানের বায়ো-বাবল নিশ্চিত করতে।’

ইনাম আহমেদ জানিয়েছেন, খুব জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। তিনি আরও বলেন, ‘ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। এর উপরে ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Advertisement
Share.

Leave A Reply