fbpx

বিএনপির সব কর্মসূচি স্থগিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

বুধবার (২৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দেশের সার্বিক করোনা পরিস্থিতি ও বিদেশি মেহমানদের স্বাগত জানানো ও অনুষ্ঠানাদির মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিএনপির গৃহীত সুবর্ণজয়ন্তীর কর্মসূচি আগামী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। করোনা পরিস্থিতির উন্নতি হলে আমাদের গৃহীত কর্মসূচিগুলো পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে বাস্তবায়ন করা হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করছি যে, এই মুহূর্তে সমাবেশ বন্ধ করা দরকার। যেকারণে আমরা সব স্থগিত করছি।’

মির্জা ফখ্রুল সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সারা দেশে আমাদের নেতা-কর্মীদের প্রতি একটাই অনুরোধ থাকবে- সবাই মাস্ক পরবেন, সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখবেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর অতিরিক্ত ভিড়ে গিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।’

করোনাভাইরাসের এই দ্বিতীয় ঢেউ আর বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

Advertisement
Share.

Leave A Reply