fbpx
BBS_AD_BBSBAN
৪ঠা ডিসেম্বর ২০২২ | ১৯শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

বিক্ষোভ প্রতিবাদে সোচ্চার মিয়ানমার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এবার নৌকাতে করে বিক্ষোভ করেন শত শত মানুষ। বৃহস্পতিবার ইনলে লেকে ভাসমান এই বিক্ষোভ হয়। সংবাদ মাধ্যম রাপটলি এই তথ্য দিয়েছে।

বিক্ষোভ প্রতিবাদে সোচ্চার মিয়ানমার

সেনা বাহিনীর হাতে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
ছবি: দ্য গার্ডিয়ান

এ সময় তারা সেনাবাহিনীর হাতে আটক ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি -এনএলডি প্রধান অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ সেসামরিক নেতাকর্মীদের মুক্তির আহ্বান জানান। একই সাথে, জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সমর্থকেরা।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে লাগাতার বিক্ষোভ করে আসছে, ছাত্র-শিক্ষক, শ্রমিকসহ নানা শ্রেনীপেশার মানুষ। অনেকে নিজ বাড়ি থেকেও বিক্ষোভ করছেন। থালা-বাসান পিটিয়ে সোচ্চার হচ্ছেন জান্তা সরকারের বিরুদ্ধে।

২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গেল সপ্তাহের ক্ষমতা দখলে নেয় সেনারা। অভ্যুত্থানে নেতৃত্ব দেন সেনাপ্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

Advertisement
Share.

Leave A Reply