ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এবং তাদের দাবির মুখে বিচারক আসাদুজ্জামান নূরকে দুদিনের ছুটিতে পাঠানো হয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির এক সদস্যকে দুই ঘণ্টা লক-আপে রাখায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের গেটের সামনে আইনজীবীরা বিচারকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়দারের আশ্বাসে আইনজীবীরা মূল ফটক ছেড়ে দেন। আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। তিনি অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে ঢাকার আদালত পাড়ায় রয়ে গেছেন বলেও জানান তারা।
আইনজীবীরা দাবি করছেন, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর দীর্ঘদিন ধরে আইনজীবীদের সাথে খারাপ আচরণ করে আসছেন। নিশ্চয়ই তিনি কোন অদৃশ্য শক্তির প্রভাবে ঢাকার আদালত পাড়ায় রয়ে গেছেন বলেও জানান তারা।
আইনজীবীরা জানায় এ বিষয়ে সিএমএম জুলফিকার হায়দারের সঙ্গে আলোচনা হয়েছে । বিচারক (আসাদুজ্জামান নূর ) কে আপাতত দুদিনের ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
আইনজীবীরা আরও বলেন বিষয়টি মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে জানানো হয়াছে, মন্ত্রণালয় তাকে বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবার আশ্বাস এরপর মূল ফটক থেকে সরে আসে আইনজীবীরা ।
গতকাল মঙ্গলবার এক আইনজীবীকে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর পুলিশ দিয়ে দুই ঘণ্টা লক-আপে আটকে রাখে। কোনো ম্যাজিস্ট্রেট যেন আইনজীবীর সঙ্গে এ ধরনের আচরণ করতে না পারেন সেজন্যই তার অপসারণের দাবিতে সিএমএম আদালতের সামনে অবস্থান নিয়েছিল আইনজীবীরা ।