fbpx

বিদেশগামী যাত্রীদের আর্মি স্টেডিয়াম থেকে করোনা পরীক্ষার নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখন থেকে বিদেশগামী যাত্রীদের ঢাকা আর্মি স্টেডিয়াম থেকে করোনার নমুনা পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথ থেকে এর আগে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা করানো হতো। কিন্ত এখন সেই হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত হয়েছে। তাই এ কাজে তাদের ব্যস্ততা বেড়েছে। এজন্য তাদের আটটি আরটি-পিসিআর বুথে এখন আর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র এসময় বিদেশগামী যাত্রীদের প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘একশ্রেণির দালাল চক্রের খপ্পরে পড়ে বিদেশগামী যাত্রীরা কেউ কেউ ভুয়া করোনা সনদ সংগ্রহ করছেন। সরাসরি আর্মি স্টেডিয়ামে চলে যান।‘

অন্যথায় এ ধরনের লেনদেনের জন্য স্বাস্থ্য অধিদফতর দায়ী থাকবে না বলেও হুঁশিয়ারি দেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

Advertisement
Share.

Leave A Reply