বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম শবনম বুবলি। শুধু হিট নায়িকার তকমাই নয়, এরই মধ্যে তিনি হিট কিছু সিনেমাও উপহার দিয়েছেন। শাকিব খানের বলয় থেকে বেরিয়ে তিনি এখন চুটিয়ে কাজ করছেন ঢালিউডের অন্যান্য নায়কদের সাথেও। কাজের ফাঁকে এই নায়িকা নিয়মিত জিমও করেন। এমনকি নিয়মিত ইয়োগা করতেও দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিম ও ইয়োগার ছবি তিনি পোস্ট করে থাকেন প্রায়ই।

জিমে ব্যস্ত বুবলি। ছবি: ফেসবুক
বর্তমানে এই নায়িকা আছেন আমেরিকার নিউইয়র্কে। সেখানে গিয়েও নায়িকাকে জিমে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। ৮ ডিসেম্বর বুবলি নিজের ফেসবুক ওয়ালে কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে নায়িকাকে জিমে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম এ্যাওয়ার্ড-২০২১ এ অংশ নিতেই বুবলি এখন অবস্থান করছেন নিয়ইয়র্কে। এ্যাওয়ার্ড অনুষ্ঠেনে যোগ দিতে সেখানে উপস্থিত হয়েছিলেন ঢালিউডের আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যে উল্লেখ্যযোগ্য- শাকিব খান, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মীম, বাপ্পী চৌধুরীসহ অনেকে।