fbpx

বিনা নোটিশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: মেয়র আতিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবৈধ দখলদারদের বিনা নোটিশে উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বুধবার রাজধানীর মিরপুর ১৪ এলাকার বাউনিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি একথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘অবৈধ দখলদারদের নামে কোন বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হবে।’

তিনি বলেন, ‘বাউনিয়া খালটি ৬০ ফুট প্রশস্থ থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। এর আগে একাধিকবার চেষ্টা করেও খালটি উদ্ধার করা যায়নি বলেই আজ বিনা নোটিশেই এই অভিযান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।’

অবৈধ দখলদারদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘নগরীর খাল ও নদীগুলোর আশেপাশে অবৈধভাবে যারা স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দখল ছেড়ে দিতে হবে, অন‍্যথায় বিনা নোটিশে যেকোন সময় স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারি জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব‍্যবহার নিশ্চিত করা হবে।’

নগরের জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরীর জলাবদ্ধতার সমস‍্যা সমাধানে সুপরিকল্পিত ৩টি জলাধারের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জলাধারের জন্য নির্ধারিত জমির অধিকাংশই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক। নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামী ২ বছরের মধ্যেই নগরবাসী এর সুফল পাবে।’

‘তবে ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম শুরু করা হয়েছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলেও আশা প্রকাশ করলেন মেয়র।

কথায় নয় কাজে বিশ্বাসী বলেই পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব হয়েছে বলেও জানালেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply