fbpx

বিবিএস কেবলস লিমিটেডের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলস লিমিটেড ২০২০-২০২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

বিবিএস কেবলস লিমিটেডের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ছবি: বিবিএস কেবলস

আজকের এজিএম সভায় সভাপতিত্ব করেন পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। এখানে অন্য এজেন্ডার পাশাপাশি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ কোম্পানির শেয়ার হোল্ডাররা অনুমোদন করেন।

এজিএম’এর সভায় আজ ভার্চুয়ালি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বদরুল হাসান, পরিচালক ইঞ্জিনিয়ার হাসান মোরশেদ চৌধুরী ও অন্যান্য পরিচালকগণ, কোম্পানি সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শেয়ারহোল্ডারগণ।

এর আগে, গত ২৮ নভেম্বর বিবিএস ক্যাবলসের ১৩ তম এজিএম এর নোটিশ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply