fbpx

বিবিএস গ্রুপের বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে মহাসমারোহে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তারই অংশ হিসেবে বিবিএস গ্রুপ তিনদিনব্যাপী আয়োজন করেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।

১৮ই মার্চ বৃহস্পতিবার কেক কেটে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন বিবিএস গ্রুপের পরিচালক রুহুল মজিদসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

বিবিএস গ্রুপের বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বিবিএস গ্রুপ। ছবি: বিবিএস বাংলা

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে দেশ স্বাধীন না হলে আজ আমরা একটি স্বাধীন ভূ-খন্ড পেতাম না। হতো না আমাদের দেশের উন্নয়ন। বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীন করেননি, একইসঙ্গে একটি উন্নয়নশীল দেশের সুচনাও করে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বের ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বিশ্ব দরবারে আমরা অর্জন করতে পেরেছি উন্নয়নশীল দেশে মতো সম্মানজনক অবস্থান।‘

‘উন্নয়নশীল দেশের গৌরব ধরে রাখা আমাদের সবার দায়িত্ব’, উল্লেখ করে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বালেন, ‘দেশ স্বাধীন না হলে আমরা শিল্প তৈরি করতে পারতাম না, শিল্পপতি হতে পারতাম না এবং এতোগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো না। তাই দেশের প্রতিটি নাগরিকের মতো বিবিএস গ্রুপ ও এর প্রতিটি কর্মী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান দেশনেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।‘

‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা দেখেছেন, তা সফল করতে আগামী দুই দশক আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কাজ করাই হবে বিবিএস গ্রুপের একমাত্র ব্রত’, এমনটাই জানালেন বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।

বিবিএস গ্রুপের বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, পরিচালক রুহুল মজিদসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। ছবি: বিবিএস বাংলা

তিনদিনব্যাপী আয়োজনের দ্বিতীয় ও তৃতীয় দিন যথাক্রমে শুক্রবার ও শনিবার রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত হবে ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশ নিবে বিবিএস গ্রুপ ও নাহি গ্রুপের চারটি দল। বিজয়ী দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।

Advertisement
Share.

Leave A Reply